***
হে দেবগনের আহবানকারী,
তুমি দ্বীপ্তিমান হয়ে-
যজ্ঞের পুরোহিত হও!
আমি তোমার স্তুতি করি।


তোমায় স্মরণ করে সকল ঋষি,
তুমি দেবতাদের যজ্ঞে নিমন্ত্রণ করো।


তোমার পুজো করে-
যে সম্পদ আসে আমার ঘরে,
সে ধন দিনে দিনে বাড়ে।


তোমার আশীর্বাদে অশুভ ছায়া থেকে
আমার নিবেদিত ভোগ রক্ষা পায়।


তুমি তোমার প্রশস্ত হাতে-
আমার ভক্তি দেবতাদের কাছে পৌঁছে দাও!
তুমি জ্ঞানশালী, সিদ্ধকর্মা, সত্যপরায়ণ;
আমার যজ্ঞে তুমি করো আগমন।


প্রতিদিন দিবারাত্রে নমস্কার করি-
আমার কল্যাণ তুমি করোগো সাধন।


তুমি উজ্জ্বল রশ্মির ন্যায়
ছড়িয়ে যাও সবখানে-
তুমি আমার যজ্ঞের রক্ষাকর্তা;


হে অগ্নি,
নিজপুত্র সমজ্ঞান করে-
স্থান নাও তুমি আমার ঘরে।
***