বেধে দিই ঘোর কপালে অমানিশার মন্ত্রবলে,
লিখে রাখি স্বপ্নগুলো আপনমনে বেখেয়ালে;
তীরেতে ভিড়াই তরী বারেবারে লাকের জোরে,
অঘোষিত তীর্থ বুনি যন্ত্রটারে সারাই করে।
নিশীতে অবাক চোখে জোছনা তাকায় টিনের চালে,
সাগরে নৌকা ভাসে বাতাস জোটে তার কপালে;
কূলেতে প্রবল বেগে তেপান্তরের বৃষ্টি নামে-
আঁধারে সঙ্গী কেনে অন্ধ মানুষ চড়া দামে।
রূপেতে নেশা লাগে সকালবেলার সুখ জড়ালে,
হৃদয়ে অাগুন লাগে ফাগুনমাসের রঙ ভরালে;
চেয়ে থাকে জোড়ায় জোড়ায় মন্ত্রবলে আশার পানে,
টিকিটে স্বপ্ন বুনে নিজেই শোনায় নিজের কানে-
আসলে আটকে থাকে অদৃশ্য এক স্নেহ-মায়ায়;
আমিতো চতুর হেভি, নৌকা ভিড়াই শীতল ছায়ায়।
কি করে আড়ালে যাই বুদ্ধু লোকের দৃষ্টি  থেকে,
নিজেরে সঙ্গী বানাই প্রতিঘরের রুটিন এঁকে।