***
আলোকে ভালবাসি বলেই
অন্ধকারের ভিতর
বেঁচে থাকার আশা পাই,
না হলে সমস্ত সময়টুকু
যে মরীচিকায় হারিয়ে যেত!


অন্ধকার আমার দৃষ্টিকে
বিদীর্ণ করে,
আমার অনাঘ্রাতা মনকে
কলুষিত করতে চায়।
মনতো নরম!
এক ঠুনকো আঘাতে
ভেঙে যেতে পারে;
তাই আমি আমার ভেতরে
আরো বেশি আলোকশক্তি
প্রবেশ করাই।


সেই আলোকণাসমূহ
আমার রন্ধ্রে রন্ধ্রে
আশার প্রদীপ জ্বালে-
আর আমি উদ্ভাসিত হই
সৃজনীর অনন্যতায়!
***