***
পুরুষ হতে যেয়ে,
আমি কাদঁতে ভুলে গেছি,-
ভুলে গেছি, কিভাবে
চিৎকার করে নিজের
কষ্টগুলো দমানো যায়!
ব্যক্তিত্ব দ্যাখাতে যেয়ে
আমি আমার শরীরে আজ বন্দী,
আমার দ্বীপ্তিমান অন্তরাত্মা
ক্রমাগত- এই উজ্জ্বল চামড়া
ছিঁড়ে বেরিয়ে আসতে চায়।


আমি যে পুরুষ,
আমার শিকারী হবার কথা ছিলো;
কথা ছিলো পূর্ণিমার নীলে
দুধর্ষ শরীরে রক্তাক্ত হবার!
নিরন্তর বাঁধনে থেকে থেকে-
দৃঢ়কায় মূর্তি হবার বদলে,
আমি ঝলমলে প্রতিচ্ছবি হয়ে গেছি;
যে প্রতিবিম্ব থেকে, শুধু
ধ্বনিত হয় আত্মগ্লানির ইতিহাস।


আমি ভালোবাসতে ভুলে গেছি;
ভুলে গেছি কি করে কাউকে
কাছে টানতে হয়,
নিজের অহং এর কাছে-
আমি বিনয়ী হতে ভুলে গেছি।
পুরুষ হতে যেয়ে আমি,
মানুষ হতে ভুলে গেছি!
---