সব প্রশ্নের উত্তর-
আমি স্বযত্নে আমার আলোয়
বন্দী করেছিলাম;
কিন্তু হঠাৎ এক দমকা হাওয়ায়
গভীর অন্ধকারের বুকে
সবকিছুই যেন আড়ালে হারালো।
সময়ই সেই স্বত্তা-
যাকে আমি চেয়েছিলাম,
দারুন দৃষ্টির হতাশায়
বৃষ্টি হয়ে ঝরার জন্য;
কিন্তু মুহূর্তের ব্যবধানে
সে পথ হারালো-
সময় ধরে রাখুক স্মৃতিগুলো,
যেন পর্বতসমান বাধার সামনেও
বুক চিতিয়ে দাড়ায় আমার অহঙ্কার!
বিস্মৃতির জানালায়,
নিঃসঙ্গতা সঙ্গী হয়ে থাক;
চেতনার আড়ালে
অবচেতনা যায়গা করে নিক;
শুধু সময় ধরে রাখুক স্মৃতিগুলো-
যেন মহাশূণ্যের কৃষ্ণতায়কৃষ্ণতায়
সমস্ত উত্তরগুলো হারিয়ে না যায়,
যেন উজ্জ্বল সূর্যের প্রতিরেখাগুলো
বর্ণালীতে ছড়িয়ে যায়,
আর নতুন সভ্যতার ডাক পাড়ে।