স্বপ্নের মধ্যেই আমার নিয়ত বিন্যাস ঘটে;
দু'হাত প্রশস্ত করে কখনও বা করজোড়ে দাড়াই-
প্রবল প্রনতি দিয়ে শ্রদ্ধা করি নিজের বিবেক,
তখন স্বপ্নযোগে নিজেই বৃক্ষ হয়ে যাই।


সূর্যের সান্নিধ্য ঘটে আমার সর্বস্ব শরীরে;
বাতাসের ভাঁজে ভাঁজে মন্ত্রপুত শব্দ গেঁথে যায়,
প্রাণের কল্লোল আসে আমার সান্নিধ্য লাভে-
তারাও স্বপযোগে আমাতে মিশে সময় কাটায়।


যখন রাত এসে ঢেকে দেয় স্বপ্নসিদ্ধ দিন,
আমিও আঁধার হয়ে হয়ে যাই আধারেতে লীন।