কার্ত্তিকের বিকেলের আলোগুলো নিভে গেলে-
স্বর্গের দুয়ার খুলে দেবী তুমি আসো;
প্রাণপ্রতিষ্ঠা শেষে- জাগ্রত প্রতিমা তুমি,
রতিশক্তি পূর্ণা হয়ে মৃদু মৃদু হাসো।


শ্রান্ত পূজারী আমি;-
জলোচ্ছ্বাসের আলোড়নে মন্ত্র হারিয়ে গেলে-
শুদ্ধ স্বপ্নে করি তোমার প্রাথর্না।
পূর্ণ যুবতী তুমি;-
ভরা পূর্ণিমায় নীল জোৎস্না এলে-
তোমার শরীর ছড়ায় শ্বেতশুভ্র নেশা।


প্রতিমা প্রনামে যেয়ে তোমাতে স্পর্শ হলে-
শরীরের সর্বত্র বীণার ঝঙ্কার শুনি;-
স্বমেহনের আর্দ্রস্বপ্ন তোমার চরনে ঢেলে-
প্রথম পুরুষ হই;- হই শুদ্ধমুনি।