*****


তোমাকে ছোঁব বলে-
এ হাত দিয়ে নিজেকেও স্পর্শ করিনি।
একাকীত্বকে সঙ্গী করে
হেঁটে চলেছি মাইলের পর মাইল।


নিবিড় সংগোপনে,
সুখের আলেয়ার পিছে
বারবার চক্কর কেটেছি;
তবুও, তোমাকে ছোঁব বলে
এ হাত দিয়ে-
অন্য কোন নারীকে স্পর্শ করিনি।


বিনিদ্র ক্যানভাসে
রাত্রি জাগরণের শান্ত ছবি এঁকেছি;
আকাঙ্খার সীমানা পেরিয়ে গেলেও
বারবার নিজেকে দমিয়ে রেখেছি।


চারিদিকে নদী আর নারী;
ইচ্ছা করলেই স্রোতের ধারায়
ভেসে যাওয়া যেতো,-
অথচ তোমাকে ছোঁব বলে
আজ অবধি-
কোন নদীর জল স্পর্শ করিনি।


*****