আমি অফুরন্ত বিকেলে
তোমাকেই খুঁজে ফিরি জানালায়,
শালিকেরা ডানা মেলে
আকাশের সীমানা ছুঁতে চায়;
ঘাসফুলগুলো কুড়িয়ে রাখি
অবাধ মায়াবী জোৎস্নাতে,
শিশিরের ছোয়াঁ লাগাবো
তোমার পায়েতে শেষরাতে।


ঘুম ঘুম কেটে যাবে-
নির্ঘুম রাতে বোনা কল্পনায়;
আমি নিভন্ত প্রদীপ হাতে
পা রাখি বারান্দায়-


তুমি এসে দাড়ালে কিনা!
দু'হাত বাড়ালে কিনা!


আমি সর্বোচ্চ শিখরে উঠে
তোমার জন্য মেঘ পেড়ে আনি,
তুমি ইচ্ছে ঘুড়ি হয়ে
হারাবে আমার আকাশে জানি;
নাটাই হাতে নিয়ে চলে যাব-
যেদিকে দু'চোখ যাবে,
আর আমার লেখা চিঠি তুমি
জানালার কার্নিশে খুঁজে পাবে।


নির্ভেজাল দুপুরেতে-
এক চিলতে ছায়া তোমার গায়,
আমি জলের গ্লাস হাতে
দাড়াই এসে বারান্দায়;


তুমি এসে দাড়ালে কিনা!
দু'হাত বাড়ালে কিনা!