আর কোনদিনই তুমি ফিরে আসবেনা জেনে
তুহিনের কনা এসেছিলো স্মৃতি রোমন্থনে নেমে।


মহামারী তখন জীবন নিতে পাগলপ্রায়
দুর্ভিক্ষগ্রস্থ উলঙ্গ শিশুর ন্যায়
ফুটপাতে শুধু উন্মাতাল ঘোরাঘুরি
সংক্রমণের বাতাসও আজ হলো চুরি।


আকাশে তখন বীজলি চমক মারে,
শোকসভাতে প্রতিশ্রুতির চুপিসারে
কান্না নামে হৃদপিণ্ডের জালিকাগুলোয়
জীবদ্দশার করুনদৃশ্য পথের ধুলোয়;


শুনশান পৃথিবীর বুকে শোকের বিলাপ,
শোভনরূপ ছাড়িয়ে গেছে করুন আলাপ।
চাতকের জন্য চাতকী শুধু টিকা খোঁজে
আর একটুখানি সময় চেয়ে চোখ বুজে!


সকাল-সন্ধ্যা এসেছিলো স্মৃতি রোমন্থনে নেমে
আর কোনদিনই তুমি ফিরে আসবেনা জেনে।