***
আমি তোমার নেশায়
এতটা আসক্ত ছিলাম যে,
তোমার ছলনাভরা খেলাগুলোকে
ভালবাসা ভেবে বসেছিলাম;


তারপর যখন আমার চোখ খুললো-
ততদিনে তুমি আমার হৃদয়ে
ব্যাথাভরা শতছিদ্র করে ফেলেছো।
আমি যে নিজেকে এই
মর্মর শহরের অলিগলিতে হারাইনি,
তাইতো অনেক!


তুমি আমাকে ভাসালে,
আবার ডোবালে,-
নাটাই হাতে নিয়ে
কতক্ষণ আকাশে ওড়ালে;
তারপর যখন তোমার খেলা ফুরোলো-
আমি যে কতটা
ওপর থেকে পড়েছি,
তা কেবল আমিই জানি!


যদিও তুমি ভাবছো-
আমাকে পুরোপুরি চেনো;
কিন্তু এমনও হয়েছে,
এই ক্রান্তির দিনগুলোতে-
আমি নিজেই নিজেকে চিনতে পারিনি।


ভেবেছিলাম তোমাকে ভুলে যাবো,
কিন্তু হায়!
ভোলা কি এতই সহজ হয়?
আমি তোমাকে মন থেকে ঘৃণা করি;
আবার এতটাই ভালোবাসি-
সহস্রবার পথ হারাবার পরেও
বারবার তোমার কাছেই ফিরে আসি।


***