***
হে বিষ্ণু,
তুমি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ;
পৃথিবীর মানুষেরা-
তোমার কল্যাণে বেঁচে থাকে।
স্বর্গ, মর্ত্য, পাতালজুড়ে-
তোমার বিজয়ের সীমা ছড়িয়ে যায়!


আমি তোমার প্রার্থনায়-
সহস্র আলোকবর্ষ পার করি।
তোমার অন্তরে পুরো পৃথিবী স্থান পায়।


মহাকালের ব্যাপ্তপথে-
একমাত্র তুমিই অবস্হান করো।
ভুলোক, দ্যুলোকে অমর তুমি-
তোমার তিন পদক্ষেপে
ত্রিভুবন একত্রিত হয়।


হে বন্ধু,
তুমি আমার আহবান স্বীকার করো!
শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী
তোমার চতুর্ভুজ রূপে:-
পৃথিবীর মানুষের মনে
আনন্দের বন্যা ভরে দিলে তুমি।


যে পথ তোমার আলোয় মাধুর্যময়,
আমি যেন সেই পথ বিস্তীর্ণ করি,-
নিদারুণ ছুটে যাই,
প্রতিনিয়ত নিবেদন দিতে।


হে বিষ্ণু,
অনন্ত ব্রহ্মলোকে তোমার বিচরন,
পৃথিবীর সকল সুখের মাঝে
আমি তোমার দ্যাখা পাই;
তুমি আমার নিবেদনে-
অমৃতসুধা ভরিয়ে দাও!
***