তোমারে দেখিবার পাই না,
পৃথিবীর কোনখানে আর।
জীবন যাচ্ছে চলে হাওয়া থেকে হাওয়ায়,
এই বুঝি চাওয়া; আর ফিরে না পাওয়া।
দ্বিধা ফেলে ঝেড়ে মুরঙের বিলে,
গুটি গুটি পায় কত বুনোলতা চলে যায়;
স্মৃতির ক্যানভাস জুড়ে অভিমানের জলচাপ।
হায়রে জীবন! হায়রে অতীত!
ফেলে রাখ তোর প্রচলিত মিথ।
ধূলোজমা এই গ্রাম বাংলায়
অগ্রগতি চোদার টাইম নাই।
দেয় ফিরিয়ে দে, যা হারিয়েছি
কাদা-বালি-শীত, আমার গ্রাম্য অতীত।