তুমি শরতের বুকে আমার কবর দিও,


দূর থেকে দূরে, আরও দূরে


আমার খবর নিও, খবর নিও ।



বুক থেকে খসে পড়ছে আগুন,


আমার এখন ঝরে পড়ছে বুক


তুমি হাত পেতেছো আকাশে,


ধ্রুব নীলে, রঙ ছড়ানো কাশবনে


আমার খবর নিও, খবর নিও ।



শ্মশানে যে যায়, পুড়ে হয় ছাই


আমি শ্মশান বুকে নিয়ে ঘুরি


তোমার রঙধনু মাখা চূড়ি ।



তোমার বেগুনী শাড়ী, হাত থেকে ফুল


বয়স এখনো কুড়ি, আমি ব্যতিত বকুল ।



তুমি শরতের বুকে আমার কবর দিও,


তুমি দূর থেকে দূরে, আরও দূরে


হারিয়ে যেও, হারিয়ে যেও ।



তুমি শঙ্খচিল হয়ে আমার


খবর নিও ধ্রুব নীল, খবর নিও ।



তোমার গাঁও এ সাত রাজার ধন,


আমার এখন আউলা মন


সরে যাচ্ছে সদূর অতীত


উড়ে এসে খবর নিও, খবর নিও ।



তোমার ব্যস্ততা আছে চারপাশ,


ভুল করে হলেও খবর নিও


হে আমার অতীত উড়ন্ত আকাশ ।



বৈশাখ এলে খুলে দিও তোমার চুল,


আলতা পায়ে হেটে যেও, কুসুম বকুল ।



তুমি শরতের বুকে আমার কবর দিও,


দূর থেকে দূরে, আরও দূরে


ছুটে এসে খবর নিও, খবর নিও ।