উত্তরে তোমার বাড়ি,
দক্ষিণে হাওয়া ।
বিষাদের প্রেমে পড়ে,
এক পশলা অশ্রু চাওয়া ।
চোখে চোখে রাখলে চোখ,
অসহ্য রহস্যে গম্ভির মুখ ।
ঢেউ তুললে গোলাপ মেলায়,
চুষে নিলে আমার
বিষাদ রঙ ।
ঢেকে দিলে আজ,
একাকি, নিঃসঙ্গ কীর্তনবাস ।
তোমায় নিয়ে আদিমতায়,
উঠলাম মেতে আজ অবেলায় ।
একাকি, নিঃসঙ্গ বাঁধলাম সেতু,
দু'জন মিলে ক্লান্ত হলাম ।
সে-কী অসহ্য সুখ,
অব্যক্ত প্রণয় ।
অমরত্ব পেলো আজ,
আমাদের দুঃখ ।
হাতের আঙুলে আঁচড়ালে চুল,
চোখের আয়নায় খুঁজলে যতো ভুল ।
না খুঁজার আগে... কিছুটা পাওয়া ।
উত্তরে তোমার বাড়ি,
দক্ষিণে হাওয়া ।
বিষাদের প্রেমে পড়ে,
এক পশলা অশ্রু চাওয়া ।