মিছিল থেকে মাঝবর্ণ তুলে নিন,
যেমন করে গুম হয়ে যায় বিরোধী দলীয়
হরতাল,
তুলে নিয়ে আসুন রাষ্ট্রের যোনিমুখ,
সঙ্গম হবে রাত আর দিনের।
আসুন এখানে মহামান্য সুকান্ত,
আপনাকে আর ক্ষুধার্ত হতে হবেনা।
আপনি গিলে নিবেন আমাদের
সঙ্গমক্রিয়া।
চলুন প্রতিবাদে ফেটে পড়ি,
জল শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত।
আমরা দুভাষী মানুষ,
সঙ্গমস্থলে আমাদের তৃপ্তি।
অথচ আমাদের আছে বিপ্লবী ইতিহাস,
আমরা আমাদের শৌর্যবীর্য পাঠ করে
নতমুখী হয়ে ঘুমিয়ে পড়ি।
যেহেতু ঘুমিয়ে যাওয়া ভালো,
আমরা পান করলাম সরকারী উৎকোচ ।
উৎকোচ একটি আধুনিক শব্দ,
চলুন আমরা পান করি
কিছু অষ্টপ্রহরের নষ্টামি ।
আমাদের হাতে শোভা পায়
তীরন্দাজ কালপুরুষের কবিতা।
আমরা রাজপকেটে বয়সের ভার হাতড়ে
বেড়ানোর আগেই,
পরিণত হলাম প্রণয়ের শবদেহে।