তোর আকাশ জুড়ে মেলে দিলাম
আশাপ্রবণ এই দুটি হাত,
যতই দূরে থাকিস না কেন
ফিরে আয় সখি মেলেছি প্রভাত।
বুকজমিনে বুনেছি এবার ভালোবাসার বীজ
সেসব তুই পরেই দেখিস,
আয় ফিরে আয় মনাকাশ জুড়ে
হয়ে আছি তোর ব্যথাতুর সহিস।
উড়ক্কু মনে ঘুরেছি আমি
কতশত আমাজন বন,
তোকে ফিরে পেতে এই শিরা-উপশিরায়
তুমুল আয়োজন।
সখি তোর অভিমানে নেই কোনো খাদ
বুঝেছি আমি তুই কত অভিমানী,
ভালোবাসা ছাড়া কেমনে থাকিস
বলে যা প্রিয় পাষাণী।