আমি নারী।


কখনো অপরূপা, কখনো অতি সাধারন
কখনো বা নিছক সুন্দরী।
আমি নারী।


কখনো চঞ্চল, কখনো নির্মল ওগো
আমি কখনো বা অহংকারী।
আমি নারী।


কখনো লঙ স্কার্ট, কখনো জিন্স, ট্প
কখনো বা পড়ি তোমার প্রিয় শাড়ি
আমি নারী।


কখনো স্বপ্ন, কখনো ভালবাসা
কখনো বা প্রেম হয়ে তোমার হৃদয় কাড়ি।
আমি নারী।


কখনো কন্যা, কখনো ভগিনী
তোমার স্ত্রী হয়ে কখনো পিতার ঘর ছাড়ি।
আমি নারী


তোমার ঘর কে আপন করে
সুখে দুঃখে হয়েছি তোমার সহচারী।
আমি নারী।


মা হয়ে তোমায় জীবন করি দান
তোমার জন্য জীবনের সব সুখ ছাড়ি।
আমি নারী।


আজ ও ধর্ষিত কভু, লাঞ্ছিত কভু
তবু জীবন সংগ্রাম নাহি হারি।
আমি নারী।


সৃষ্টির উল্লাসে মাতে গো সবাই
ভুলে যায় যে আমিই সৃষ্টিকারী।
আমি নারী।


আমরা নারী....................।