স্বপ্ন ওদের দুচোখ ভোরে
শুধুই শোনে বেটি বাচাও ,বেটি বাচাও ৷
তবুও রোজ উঠে যেতে হয়
   পেটের দুমুঠো খাবারের আশায়৷
শুনেছে নাকি স্কুলে গেলে টাকা পাওয়া যায়
তবুও বুকে সাহস আসে না ৷
কে দেবে স্কুলের টাকা ,কে জোগাবে
দিনের খোরাক ৷
চায়নে তো রাজ পোশাক ,চায় শুধু
  দুবেলা ভরা পেটে ঘুম ৷
রোজ সকালে মাথায় ঝুড়ি নিয়ে
ওদের নোংরা কুঁড়োতে দেখি ৷
ওরা ওতেই খুশি ৷
চোখে মুখে কালি তবুও
মনে হাসিটা কড়া নাড়ছে ৷
ওরা ওতেই খুশি৷৷