কালবৈশাখীটা নেমে এসেছিল সেদিন বিকেলে
একপৃথিবী বাতাস নিয়ে আর ইচ্ছেগুলো রঙিন করে
নেমে এসেছিল সেই বিকেল বেলায় একলা পথে
ধুধু বালি আর ক্ষুধার্ত চোখ ছেড়ে দেয়নি ছোট্ট হাতও
সাথে সাথে নেমে এসেছিল অন্ধকার ,সামাজিক অন্ধকার
আর বুক ফেটে বেরিয়ে এসেছিল কালবৈশাখীর কান্না
সেদিন কেউ জিজ্ঞাসা করেনি কালবৈশাখীর ধর্ম কী?
শুধু প্রশ্ন এসেছিল কালবেশাখী এখনও ভার্জিন কিনা
বৃষ্টির সাথে তাল মিলিয়ে ঘটে গিয়েছিল তুমুল জয়ধ্বনি
তবুও রক্ষা হয়নি সেই দু-হাত ছড়িয়ে ডাক দেওয়া বৈশাখীর
দিনটা আজও কালবৈশাখী, ঝরে আর ঝরিয়ে দিয়ে যায়
মাঝে শুধু আসা যাওয়া মধ্যবিত্ত হাওয়া বাতাসের দল৷