মেদিনীপুর ১৫ই জুন ২০১৬ রাত্রি ৮টা ০৫৷নিজের রুমে বসে থাকা ছাড়া কাজ নেই৷পড়া আর লেখা৷


জানালার পাশে বিশ্রাম পাওয়া মাঠটার দৃষ্টি লেগে আছে পূর্বের দিগন্তপারে৷অন্ধকারে মিশে থাকা প্রতিটা বিন্দু রেখা মেতে রয়েছে আলো খোঁজায়৷ডামাডোলের শব্দ ভেসে আসছে ওপাড়ের বস্তি থেকে৷বয়ে যাওয়া ড্রেনের জলের শব্দ আর কচুরি পানার নড়ন চড়ন ঘটে চলেছে বারবার৷সময়ের বেড়াজাল নেই৷তাই অস্থিরতা মলিন হয়ে গেছে৷এসব জুড়েও লেগে আছে শৈশবের ভালোবাসা৷লালবাতি সময়ের ডাকে ছুটে চলেছে রাস্তায়৷জীবনের খোঁজে জীবনের প্রয়োজনে...