একদিন তোমার পথ চেয়ে দাড়িয়ে রয়েছি
তুমি আসনি৷
হাজার প্রতিশ্রুতি আর হাজার অজুহাত
এখন হয়ত এক হয়ে যাবে৷
আমার মনের গলনাঙ্কের সীমাও
তোমার কথায় নেমে আসবে নীচে৷
অনেকটা নীচে যেখানে
তোমার জন্য রাগ জমিয়ে রেখেছিলাম৷
তুমি আসনি৷
দাড়িয়ে ছিলাম
তোমার নুপূরের এক একটা ছন্দের অপেক্ষায়
তুমি আসনি৷
এক একটি নুপুরের ছন্দের বদলে উঠে এসেছে
ব্যাস্ত গাড়ির ক্লান্তি ভরা শব্দ৷
হাতের মধ্যে শিশির ভেজা গোলাপ
ধীরে আরও ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছে৷
তবুও তুমি আসনি৷
সময় হাত ঘড়ি থেকে বেড়িয়ে গিয়ে
মিশে গেছে সীমান্তের দিগন্ত রেখায়৷
ঝিঝি পোকার ডাক আর জোনাকির আলো
হয়তো ছড়িয়ে যাবে
আমার পাশের এক একটি বিন্দুর অবসরে ৷
হয়ত ফেরার পথের ডাক শোনা যাবে
ঘরে ফেরা পাখির ডানার শব্দে৷
তোমায় দেখার আশা
হয়ত মিলিয়ে যাবে গোধূলির রঙের সাথে৷
হয়ত আমিও
হয়ত মিলিয়ে যাবো তোমার মনের অগোচরে৷