জীবনটা এক বহু তলার সিড়ি৷
কয়েকটা উঠেই
ত্বকে মেলানিনের ছটপটানি ৷
ক্লান্তি গুলো হয়ে উঠেছে
প্রাক্তন প্রেমিকার দেওয়া গিফট ৷
বাতাস না পাওয়া ঘুড়ি আর
আগ্রহ হীন জীবনের পার্থক্য খুঁজে পাই না৷
পাগলামিতে ভরা ঘুমহীন রাত্রি
পাশে বালিশের শ্পর্শ দিয়ে যায়
নতুনের ছোঁয়া ৷
আরও গভীরে যেতে চাইলেও
নিজেকে দেখি
জলের উপর ভাসমান তেল রুপে ৷
ভেসে রয়েছি অব্যবহৃত পরিতক্ত হয়ে
এক অসীম জ্ঞ্যান ভান্ডারের বাইরে ৷
রয়েছে অসীম হাতছানি
ক্লান্তির মেলানিন আটকে দিয়েছে পথ ৷
শরীর একটু গ্র্যাভিটির ছোঁয়া চায় ৷
আমি আটকায় কেমনে ?