শুনি নাকি মৃত্যুর শরীরে ভয়ের কাঁটা লাগানো আছে
আমি তবুও প্রতিদিনই মৃত্যুর মাঝে
অবিন্যস্ত ফুলের গন্ধভরা আনন্দ খুঁজে পাই৷
ভয় আর আনন্দ সব একাকার হয়ে যায়
মৃত্যু নিয়ে প্রতিটা স্বপ্নের সিড়ি ভাঙ্গতে গিয়ে৷
তবুও আমি মৃত্যুতে সমান আনন্দ খুঁজে পাই ৷
প্রতিটা দিনের শুরুতে মৃত্যুর পাঠানো চিঠিতে
দিনের শুরুটা মেঘলা হতেও ভয় পায় ৷
মৃত্যুর পাঠানো এক একটা চিঠি
ডেকে ডেকে ব্যর্থ হয়ে মিলিয়ে যায়
আমার পচা পচা খসখসে ভাবনাতে৷
তবুও মৃত্যুর শরীরের কাঁটা আমাকে বিঁধতে পারেনা৷
একসময় আয়রনের মতো কাঁটা
এখন কেবলই স্হলপদ্মের পাপড়ি হয়ে শরীরে মিশে যায়৷
ক্ষতের মুখ থেকে রক্তের বদলে বেরিয়ে আসে
কবিতা আর শুধু কবিতা ৷
তবুও মাঝে মাঝে মনে হয় আমি
মৃত্যুতে সমান আনন্দ খূঁজে পাই....