বয়স তোমার টোয়েন্টি ওয়ান
যৌবনে ক্ষুধার আগুন
আমার মনে জেলে দিয়ে যায়
সুপ্তা শিখার আলোক প্রদীপ ৷
সমাজ যখন ঘুমিয়ে আছে
তখনও তুমি জেগে আছো
আমার নিভন্ত প্রদীপ জেলে ৷
লজ্জা ভয় গুলে খেয়েছি
মিলে গিয়েছি অবাধ সুখে ৷
চোখের কোনায় দুষ্টুমি আর ঠোঁটের মাঝে
মিষ্টি হাসি ৷
মনের বাধাকে সরিয়ে রেখে
মিলে গেছি দেহের ডাকে ৷