আজ কাগজওয়ালা এসেছিলো
দিয়ে গেছে একগোছা নতুন রঙচঙে বিতর্ক
নিয়ম করে দুবেলা গিলে খাবো তাই
               গুছিয়ে রেখেছি প্রলোভন ভুলে
পোস্টার খুঁজে চলেছে শ্রমজীবী মানুষের চোখ
চৌকিদারের ফাঁকিবাজিতে ঘেঁটে গেছে পথ
     হারিয়ে গেছে সবুজ হতে চাওয়া ইচ্ছেরা
ওই পথেই ধূসর হতে বসেছে রাস্তার কুকুরের দল
প্রত্যাশাগুলো জেগে উঠলেই রোদের তীব্রতা বেড়ে ওঠে
হারিয়ে যায় সময়ের জন্য বেঁচে থাকার ইচ্ছা