ধূসর বিছানায় লেগে থাকে আমার বিবর্ন দিনের চাঁদ৷মাথার ওপর ঘুরতে থাকা ত্রিকোন মানবের শব্দে ঘরময় শব্দের মেলা৷তবুও এসবের মাঝে শুধু স্বরধ্বনির খোঁজাখুজি৷বাইরের বিফলতা চিনতে পারছেনা ভিতরের ব্যস্ততাকে৷ভিতর জুড়ে এখন শুধুই মানব মানবির খেলা৷বন্য খেলায় মিশে যাচ্ছে স্বরধ্বনি বারবার৷