প্রতিবাদ আজ তোমার ভাষা কোথায় যেন হারিয়ে গেছে
তোমার সূর্য তার তেজ হারিয়ে কি মাটির সাথে মিশেছে।
প্রতিবাদ তুমি ফিরে এসো আমাদের ঘরে ঘরে নতুন করে
নকশাল, নন্দীগ্রাম, জঙ্গলমহল, সিঙ্গুরের হাত ধরে।
প্রতিবাদ তুমি ফিরে এসো আমাদের আশায়, ভরসায়
চিন্তা, শিক্ষা, বিবেক, মনের গহিন অন্তর আত্মায়।
তুমি ফিরে এসো পিছিয়ে পড়া মানুষের হাত ধরে
বঞ্চিত যারা তারা ফিরে আসে যেন মানুষের অধিকারে।
বঞ্চিত করেছে তোমাকে যারা ছিনিয়ে নিয়েছে সম্মান
গীতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠো তুমি সর্বশক্তিমান।
কালের ত্রিশূলে বিদ্ধ করো তাঁদের, করোনা ক্ষমা
কর্মই ধর্ম, তাঁদের মনে করিয়ে দাও তোমার গরিমা।
প্রতিবাদ শুরু করো তোমার প্রলয় রুদ্র হুঙ্কার
রক্তে শানিত হোক সংগ্রামের মর্মভেদী ঝংকার।
ফিরে এসো তুমি নেতাজি, ভগত, সূর্যসেনের বেশে
গড়ে তোলো নতুন সকাল, নতুন যৌবনের জোশে।
প্রতিবাদ হোক ব্যাক্তি আমির সাথে সামাজিক আমি
এভাবেই আজ সংগ্রামের ভাষা খুঁজে পাবে তুমি।
আজ তোমার পাঞ্চজন্য বেজে উঠুক নিজের ছন্দে
গেয়ে উঠুক গান সৃষ্টিসুখের উল্লাসে প্রলয় আনন্দে।
তোমার ত্রিনয়ন দিয়ে ধ্বংস করো যত ধূসর কালো
নতুন সমাজ গড়ে তোলো ভরিয়ে তোমার আলো।
প্রতিবাদ তুমি জেগে ওঠো মনের গহীন অন্তর হতে
আত্মা অন্তর্লীন হোক তোমার সজীব ছোঁয়াতে।
প্রতিবাদ তোমার জ্বলে ওঠার অপেক্ষায় আছে সবাই
জানি তুমি আসবে ফিরে সেই আশায় দিন গুনে যাই।