রাজকুমারকে বিয়ে করবে
       স্বপ্ন দেখো তুমি,
আমার মতো গরিবের ঘরে
          কেমনে থাকবে তুমি।


রুপ নাই, গুন নাই
      টাকা নাই বাবার,
কৃষক কুমার হয়ে আমি
          অনেক সুখি ভাই।


টাকা থাকলে সুখ হয় না
       এইটা জেনে রেখো,
আমায় বিয়ে করে এসো ঘরে
           তোমায় আদরে রাখবো।


দুজন মিলে রান্না করবো
      তোমায় তুলে খাওয়াবো,
মাঝ রাতে উঠে দুজন
         তাহাজ্জুত পড়বো।


রাজার ঘরের মেয়ে তুমি
           অনেক বড়লোক,
গরিব বলে আমায় ভুলে যাবে
               এটাই বাস্তব।


আধুনিক যুগের মেয়ে তুমি
      টাকা চাও, সুখ চাও না তুমি,
টাকার কাছে হার মানে প্রেম
          ইতিহাস সাক্ষী।


ভালোবাসা যদি সত্যি হয়
      গরিবের ঘর কিছুই নয়,
মনের মানুষ পাশে থাকলে
          কুঁড়ে ঘরেও থাকা যায়।