মা-দাদীর মুখে শুনতাম আমি
আগের দিনের কাহিনী
ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়
ব্যাঙ পুষ্টিকর প্রাণী।


ব্যাঙ দিয়ে পিকনিক করতো
দাদারা গল্প করে
ব্যাঙের মতো পুষ্টিকর প্রাণী
আর হয় না জীবনে।


আগের দিনের বাচ্চাদের
ব্যাঙের ঠ্যাং ভেজে খাওয়াতো
ব্যাঙের গোস্তে পুষ্টি অনেক
ব্যাঙ ঔষধি প্রাণী।


এখন আর আগের মতো
দেখা যায় না ব্যাঙ
সব খেয়ে সাবার করেছে
আগের দিনের পোলাপান।