একাকীর্ত জীবনে রঙিন পরশ হয়ে এসেছিলে,
জীবনে এগিয়ে চলা শেখালে।
এখন পাহাড় থেকে ফেলে দিয়ে চলে গেলে,
কেন আমার জীবনে এলে।


আজ অসহায়ত্ব বোধ হচ্ছে
ভালোবাসা না পাওয়ার যন্ত্রনা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।
তুমি নির্বাক হয়ে দেখছো, হাসছো, ভাবছো তুমি পাক্কা খেলোয়াড়,
নোবেল পাওয়ার যোগ্য।


ছিলাম গ্রামের ছোট্ট এক কুটিরে,
সেথা হতে তুলে এনে ডাস্টবিনে দিলে ফেলে।
আমি তো তোমায় চিনতাম না,জানতাম না
তাহলে কেন আমায় ছুঁড়ে দিলে ফেলে।


আমি জানতাম না ভালোবাসা কী?
ধুলিকনার মতো এসে ভালোবাসার চাদরে জড়িয়ে নিলে।
কেন ভালোবাসা শেখালে,
এখন প্রয়োজন ফুরিয়েছে বলে ডাস্টবিনে দিলে ফেলে।