এই দেশেতে অগ্নিকান্ড অহরহ ঘটে
অগ্নি নির্বাণ সরঞ্জাম কেনা হয়নি বটে।
উন্নয়নের ছোঁয়া লেগে দেশ উন্নয়নের পথে
ফায়ার সার্ভিসের উন্নয়ন এখনো বসে মাঠে।


অগ্নিকান্ডের আরেকটি শিখা জ্বললো চট্টগ্রামে
বিস্ফরণের শব্দ শুনে আতঙ্কে প্রাণ শেষ।
চট্টগ্রামের মাটি পুড়লো আরও পুড়লো মানুষ
এই দেশের শাসকগনের এখনো হলো না হুঁশ।


অগ্নিকান্ডের অনল যাদের জীবন কেঁড়ে নেয়
তাদের পরিবারকে শোকের ছাঁয়া কুঁড়ে কুঁড়ে খাবে।
রাতের পরে দিন আসবে সময় বয়ে যাবে
চট্টগ্রামের অগ্নিকান্ড সবাই ভুলে যাবে।


মানব জীবনের মূল্য এখন পঞ্চাশ হাজার টাকা
পরিবারকে টাকা দিয়ে সওদা করে নিলো।
সাধ্যমত চেষ্টা করে ফায়ার ফাইটার জীবন দিলো
ছাত্র জনতা রক্ত দিয়ে মানবতাকে বাঁচিয়ে দিলো।


  বিঃদ্রঃ ভুল ভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন।