কত না যতনে কত না আদরে কবিতা লিখে বুঝালাম তোমায়
আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি বুঝলে না আমায়
না বুঝতে পারার অভিনয়টা ভালোই করলে
এতোবার বুঝালাম তাও বুঝলে না, সত্যি কি এটা অভিনয়।
তুমি শুধু আমার বাহিরটাই দেখে গেলে
কখনো ভেতরটা দেখতে চাওনি,বুঝতে চাওনি,
তোমায় সব সময় বিরক্ত করি, তোমার সব কথা শুনে চলি
তাও কি তুমি আমার মন বুঝতে পারোনি।
কিভাবে বুঝালে বুঝবে তুমি একটু বলো আমায়
শুধু শুধু কেন আমার সরলতা নিয়ে খেলা করছো,
সত্যি কি তোমার মনে আমার জন্য কোনো মায়া মহব্বত নেই
নেই কোনো ভালোবাসা, যার প্রতীক্ষায় আমি ধুঁকে ধুঁকে মরছি।
এভাবে আর কতদিন বাঁচবো বলো, এর চেয়ে ভালো হয় যদি
তুমি চিরতরে আমাকে শেষ করে দাও, এটাই হবে স্বর্গ সুখ,
তোমার প্রতীক্ষায় ধীরে ধীরে মরার চেয়ে একদিনে মরা উত্তম
টাকা পয়সা সোনা দানা কিছুই তো আমি চাইনি শুধু চেয়েছি একটু সুখ।
হাটে বাজারে পাওয়া যায় না, সে সুখ শুধু তুমি আমায় দিতে পারবে
মনটা খুলে সুখটা দিয়ে বাঁচাও আমারে, আমি কাঙাল তোমার দুয়ারে।