ঘর নাই, বাড়ী নাই
মাঠে মাঠে ঘুরি
জীবনের প্রয়োজনে
আজ কলেজে পড়ি।


কলেজে এসে দেখি
রুম নাই মাঠে ক্লাস হয়
দুঃখের জীবন দুঃখেই রয়ে যায়
ভাগ্য অন্ধকারেই পড়ে রয়।


বান্ধবী নাই, প্রেমিকা নাই
আছে একটা বন্ধু
ক্লাস ফাঁকি দেওয়ার গুরু
অনার্সে পড়ে ইন্টারে ক্লাস করে শুধু।


ডিসেম্বরেতে ভর্তি হলাম
জুন মাসেতে পরীক্ষা
ফর্ম ফিলাপের টাকা ছাড়া
এডমিট দিবে না।


কৃষকের ছেলে আমি
মাঠে কাজ করি
ফর্ম ফিলাপের টাকার জন্য
আজ পথের ভিখারি।


এতো টাকা খরচ করে
শিক্ষা নিয়ে কর্ম মিলে না
খরচের টাকা ওঠে না
শিক্ষা কপালে সইলো না।