পদ্মা নদীর বুকের ওপর
টাকার পিলার স্থাপন,
বাংলাদেশের উন্নয়ন
পদ্মা সেতুর উড্ডয়ন।


ত্রিশ হাজার কোটি টাকা বাজেটে
সেতু করলেন চায়না কোম্পানি,
জনগণের টাকায় সেতু হলো
আমরা সবাই জানি।


সেতু করতে টাকা দিলাম
আবার চায় টোল,
নিজের টাকায় সেতু করলে
লাগে বুঝি টোল।


এই দেশেতে প্রথম হলো
এতো বড় সেতু,
এই সেতুতে চড়বে শুধু
টাকার ধুমকেতু।



বিঃদ্রঃ পদ্মা সেতু জনগণের কাছে শ্রেষ্ঠ পাওয়া, কিন্তু পদ্মা সেতু পারাপারে যে টোল ধরা হয়েছে তা অনেক বেশি। টোল এর হার বেশির জন্য লেখা, পদ্মা সেতুর বিপক্ষে নয়।
যমুনা সেতু ৪.৮কিমি,  পদ্মা সেতু ৬.১৫ কিমি, এদের মধ্যে টোল এর হিসাব দেখুন ডবলেরও বেশি।
দেশের জনগণের টাকায় সেতু হয়েছে সুতরাং টোল কমানো উচিৎ বলে আমি মনে করি