আমি সবার প্রয়োজন
প্রিয় জন নই,
যাকে ভালোবাসলাম
সে এখন কই।


একবুক স্বপ্ন নিয়ে
ভালোবাসলাম যারে,
সেও আমায় ভুলে গেলো
অন্যের বাসরে গিয়ে।


কত স্বপ্ন দেখালো সে
সবই ভেঙে দিলো,
বছর ঘুরে তার কোলে
ফুটফুটে এক কঁড়ি এলো।


একজনকে স্বপ্ন দেখিয়ে
আরেক জনের হওয়া,
এই যুগের মেয়েদের
এখন এটাই চাওয়া।


টাকার পিছনে ছুটে বেড়ায়
একটু সুখের আশায়,
বড় লোকের পোলা পেলে
চামড়া টেনে খোসায়।


সরল মন ভেঙ্গে দিয়ে
মেয়েরা খেলা করে যায়,
ছ্যাঁকা খেয়ে ছেলেটি আজও
দুঃখ সাগরে বুক ভাসায়।


অনেক সুখে আছো তুমি
স্বপ্ন ভেঙে দিয়ে,
তোমার স্বপ্ন গড়ে নিলে
আমায় বলি দিয়ে।


তবুও তোমার চাই না ক্ষতি
সুখ সাগরে ভাসো,
স্বামীর সংসার করো সুখে
মরলে দেখতে আমায় এসো।