অবন্তী নাম নিয়ে স্বর্গের অবশরা
নেমে এলো প্রকৃতির কোলে,
ঠোঁটে তার মুসকান করে ঝলমল
টলমল নদীর পাড়ে কাশবন দোলে।


অবন্তীর সৌন্দর্যের কাছে তুচ্ছ
ঋতুরাজ বসন্তে ফোটা ফুলগুলো,
অবন্তীর চোখের ওই মায়াবী চাহনী যেন
শরৎ এর আগমনে প্রকৃতি প্রাণ ফিরে পেলো।