আমার এক একটি পাপ যেন এক একটি নক্ষত্রসম বড়
নিত্য সৃষ্টি করে চলি আমি পাপের নব আকাশগঙ্গা ।
আমি মহাপাপিষ্ঠ প্রভু তাই বলে অবিশ্বাসী নই -
তুমি গাফফার- তাই আমি পাপ করি খোদা,
নির্লজ্জের মত বারবার বলি – ক্ষমা কর ।
হয়ত কখনও জমে যায় খেদ ক্লেদাক্তি মনের কোনে
আঁখি বুঝে আসে বারবার বলি এ জন্ম মিছে ,
তুমি জানো প্রভু এ স্নায়ুতে কত ঝরো হাওয়া বহে
তখনও যে আমার হৃদযন্ত্র চলে – নিঃশ্বাস নেই
ফুসফুসে তখনও চলে অক্সিজেনের দহন।
তবু ভুলে যাই শুকরিয়া দিতে এ অজ্ঞ অধম।
সময়ের দাম আমি দিতে জানি না তবুও দিয়েছ সময়
খুলে রেখেছ সাফল্য দ্বার অবারিত করে
তবু আমি যাই না ভুলে ও কপাটের ধারে।
শুধু খুঁজি পেছন দরজা।