জননীর নিত্য উপদেশ
- শ্রী সুজন চন্দ্র র্শমা


কাটিতে কাটিতে ধান,এল বৃষ্টি!
এমন সময় তোমার উপর পরল নজর পল্লি মায়ের সরল দৃষ্টি**


তাইতো বলে মোর মনে,
এমনি মা যদি পাইতো জনে জনে।


নরম সুরে বলে মা,আয় খোকা,চেয়ে দেখ মোর পাণে,
তোমাকে অল্প সময় দেখিন বাছা~
তাই মোর নিলন যেন টানে।


মায়ের হাতে গামছা বাধা~
একটি ছোট খুড়ি,
যেথায় আছে,পুটিমাছ,পান্তাভাত ভরি*****


এক পলক যেন চেয়ে থাকি,
এম সময় মা বলল,
ও বাছা আর কতটুকু কাজ বাকি*


আমি বলি মা আমার,কথায় তুমি ছিলে,,
**আবার বিকেলের পান্তায় কাচা মরিচ যেন মিলে**