আমি শেষ বিকেলের প্রতিদ্বন্দ্বী আলো
বিলিয়ে যাওয়ার অনিবার্যতায় বিমূখ
আলো আঁধারি খেলায় জমে উঠে উদ্বেগ
নেশাখোর পাগলের উদভ্রান্ত গতিবেগ।
জোনাকির আলোয় আমি আবার ফেরত আসি
হালকা হিমের আমেজ মেখে গায়ে
তোমার বাড়ির হঠাৎ জন্মে উঠা ঝোপে
প্রতীক্ষার আলোকসজ্জা প্রহেলিকা আদপে।
তোমার লাল রং প্রিয় আমার ও লাল
তফাৎ শুধু গোলাপ আর রক্তে
তাই ভায়োলিনে বেজে উঠে অচেনা সুর
সব কিছু থেকে বিরত তবুও শেষ হতে অনেক দূর।