তোর ইচ্ছে আর আমার এলোমেলো স্বভাব
স্রোতস্বিনীর বুকে ভাসিয়ে দেওয়া প্রথম ভালোলাগা
তোর হঠাৎ অভিমান ফুরিয়ে যাওয়া রং
আবার পূর্ণিমা আসে  আবার দুজনে রাত জাগা।
আমার লাটাই ছেড়ে বহুদূরে উড়ছে লাল ঘুড়ি
সুতো দিয়ে পাঠিয়ে দিলাম সছিদ্র বেগুনী খামে
কারণ তোর ইচ্ছেরা ওখানে জড়ো হয় বিকেলে
সন্ধ্যা হলে চিঠি ফেরত আসে আরো অন্ধকার নামে।


বছরের শেষ দিনগুলো আরো বেশি প্রভাতফেরী
আমি বের হয়ে যাই একাকী তারপর মুষ্টিমেয় কজন
চলে কিছুক্ষন উদ্দেশ্যহীন মাতালের মতো চলন
একটু চেষ্টা তবে শেষে কাকেদের নিষ্ফল আলোড়ন।


নতুন বলে কিছু নেই এই দুনিয়ার খাতায়
কেবল কাটাকাটি খেলা এই পড়ন্ত বেলায়।