শালবনের শেষ প্রান্তে একটাও আবেগ বেঁচে নেই
আমি হেঁটে চলেছি একাকী অজানা পাখির ডাকে
কোনো সূর্য হঠাৎ আলো আঁধারের খেলায় মেতে,
ইচ্ছের নদীতে অজানা এক স্রোতের ব্যস্ততা ওঠে।
এক শ্যামলা বালিকার বুকের গভীরে যে কানন
সেখানেই আমি চেয়েছিলাম ফোটাতে এক গোলাপ
কোনো আকস্মিক ঝড়ে থেমে যাওয়া ভরসায়,
আমি ফিরে পাই আর একবার অপেক্ষার দায়।
একদিন হয়ে যাক অভিনয় কিংবা অনিশ্চিত
ফিরে যাক মাঝির দল আজ ভীষণ দুর্দিনে,
শুধু তুমি আর আমি মাঝ দরিয়ায়
রচিত হবে কোনো মহাকাব্য নকল প্রেমের আগমনে।