তোমার চোখের গভীর নীরবতা
আর এক অদ্ভূত নিষ্ঠুরতায়
আমি পিছিয়ে আসি কয়েক পা
তুমি ধরে নিতে পারো
তুমি বলে দিতে পারো
এটাই আমার হেরে যাওয়া।


যে হাওয়ায় উড়িয়েছো
তোমার অস্থিরতা আর গোপনীয়তা,
আমি হাওয়া ধরে ফিরি
আর খুঁজি বিদঘুটে সমতা।


কোনো বিকেলে অলস চিন্তার জগতে
হাহাকার পড়ে কর্মব্যস্ততার
আমি নির্বিকার জমাটে নির্জন,
গুনে চলি হাওয়ার রঙিন গুঞ্জন।


কত কথা চলে যায় জোয়ার ভাটায়
শুধু থেকে যায় অনুভব হৃদ বাস্তুভিটায়।