একদিন
মোমবাতি কিনে  রাস্তায় নেমে
করেছি আমারা প্রতিবাদ
এখন
অন্ধকারে জ্বালিয়ে আলো
ঘুচাব মনের অবসাদ।


দেশবাসী আজ হতাশায় ভোগে
দেশের সেবক রাত্রি জাগে
চিন্তা সবার কি হবে আগে?
যতই অমিল মতবাদ।


হায় রে আমার দেশের জনতা
কঠিন সময়েও ছাড়েনি ভনিতা
তার থেকে ভালো বার-বনিতা
জেনে বুঝে করে না ফ্যাসাদ।


পৃথিবীর গতি থমকে আছে
মৃত্যুর ভয় তাড়া করে পিছে
মানুষ এখনও আশায় বাঁচে
বড়ই কঠিন এই অবসাদ।