জলন্ত সিগারেট শরীরে ভরে দেয় বিষ
ফুসফুসে তার দগদগে ক্ষতচিহ্ন
আমার স্বার্থ  দিগন্ত ছড়িয়ে
তোমাকে করেছে ছিন্ন ভিন্ন ।
সবাই ছিলো নিজের মতই
নিয়েছিল ঠাঁই চোখ বুজে
খাদ্য খাদক উভয়েই আজ
প্রাণের ভিক্ষা খুঁজে।
বাস্তুতন্ত্র ধুকছে বসে
কালো ধোঁয়া আকাশ ঢাকে
এমন ভাবে চললে গল্প
পৃথিবীকে কে আর রাখে ?