বিদায় বেলায় নিয়ে যাও-
জীর্ণ পুরাতনে
কালবৈশাখীর দমকা হাওয়ায়।
অন্তিম শ্বাসে
জ্বলে উঠে নিভে যায় ;
সলতে প্রদীপ।
কখনও আকাশের অশ্রুজলে
তোমায় মনে পরে,
এবার যেতে হবে-
দিনপঞ্জীর কবরের অন্ধকারে।
নতুন বছর সব দায়িত্ব বুঝে নিয়ে
জানায় বিদায় সম্ভাসন,
বাংলা প্রকৃতি জানায়-
বিদায় পুরানো বছর।।