এখনও মানুষ ঘুমিয়ে রয়েছে,
সূর্য উঠে তাড়া দিলেও
তার শীতঘুম আর ভাঙছে না,
পাখির কলতান যাচ্ছে না তার কানে,
আকাশ-পাতাল স্বপ্ন অনেক
এসে গেছে তার মনে।
মানুষই স্বপ্ন দেখে
স্বপ্ন ভাবে
স্বপ্ন নিয়ে লড়াই করে,
স্বপ্ন আসার নেই কোনো শেষ।
আবার নিজের হাতেই স্বপ্ন ভাঙে
যখন কঠিন বাস্তব আসে,
এমনি করেই জীবন শেষ।