'আমরা সবাই মানুষ জাতি'-
মুখরিত হয় চারপাশ,
হাততালি দিয়ে আমরাও
তাতে দিই সায়,
সঠিক সময়ে তার সঠিক অর্থ
আমরাই ভুলে যায়।
মৃত্যু যন্ত্রনা তারাই অনুভব করেন
যারা মৃত্যো পথের যাত্রী,
সুখের সাগরে জীবন ভাসিয়ে
কিভাবে হয় - সমব্যথী?
তবুও তো আমরা বলব মুখে
দাঁড়াব সবার পাশে,
কারো কারো কাছে পৌঁছেও যাব
আপন স্বার্থের আশায়।