হঠাৎ করেই বসন্ত
এসে দাঁড়িয়েছে
আমার জীবনে,
তার কোনও বার্তাই
আমি অনুভব করতে পারিনি,
পারিনি; বসন্তের সাথে
নিজেকে সাজাতে
তবুও আজ বসন্ত।


বসন্তের শিহরন
আমাকে ব্যাকুল করে,
নিয়ে যেতে চাই তার দেশ
শেখাতে চাই তার ভাষা,
অবুঝ মন
শোনে না কোনও বারণ,
হৃদয়ে জাগে বসন্ত ব্যাথা।