এখানে গাছের পাতা
এখনও সবুজ
চির-দারিদ্রও গ্রাস করেনি
যৌবনের সৌষ্ঠব ,
ঝড়ে পড়েনি
অকালে তাজা প্রাণ
এখানে আজও
নিত্য উৎসব ।
লাল-কমলা-সবুজ
একই সাথে চোখ মেলে
মানেনা ট্রাফিক রুল ,
কৃষ্ণচূড়া-পলাশ-শিমূল
সবাই তো পরিণীতা,
ভুল তো আমারই ভুল ।
এখানে ফাগুন বাতাসে ভাসে
নিত্য হোলির রঙ ,
চির-বসন্তে যৌবন আমার
রঙ মেখে সাজে সং ।